Monday, July 3, 2017

Tagged Under: , ,

কমল কৃষি ঋণের সুদ

  • Share The Gag
  • কমল কৃষি ঋণের সুদ

    ব্যাংক ঋণের সুদ হারের নিম্নমুখী প্রবণতা বিবেচনায় নিয়ে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে কৃষি ঋণের সুদের হার কমানো হয়েছে।

    এতদিন কৃষি ও পল্লী ঋণের সুদ হারের ঊর্ধ্বসীমা ছিল ১০ শতাংশ। বৃহস্পতিবার তা ১ শতাংশ পয়েন্ট কমিয়ে ৯ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

    বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।

    ‘কৃষি ও পল্লী ঋণের সুদ হার পুনঃনির্ধারণ’ শীর্ষক সার্কুলারে বলা হয়েছে, ২০১৬ সালের ১৪ জুন এক সার্কুলারের মাধ্যমে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে কৃষি ও পল্লী ঋণের সুদ হারের ঊর্ধ্বসীমা ১০ শতাংশ নির্ধারণ করা হয়।

    কৃষি খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি এবং প্রকৃত কৃষকের কাছে ঋণ সহজলভ্য করার লক্ষ্যে আমানত ও ঋণের সুদ হারের নিম্নমুখী প্রবণতা বিবেচনায় অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে কৃষি ও পল্লী ঋণের সুদ হারের ঊর্ধ্বসীমা ১০ শতাংশের পরিবর্তে ৯ শতাংশে পুনঃনির্ধারণ করা হল।

    ১ জুলাই থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

    সূত্র-বিডি নিউজ ২৪

    0 comments:

    Post a Comment