Tuesday, July 11, 2017

Tagged Under: , , , ,

জবাইয়ের জন্য গবাদিপশু বিক্রি নিষিদ্ধ করা যাবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট

  • Share The Gag
  • জবাইয়ের জন্য গবাদিপশু বিক্রি নিষিদ্ধ করা যাবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট



    গবাদিপশু বিক্রি এখনই বন্ধ করা হবে না। আজ মঙ্গলবার এমনটাই জানিয়েছে ভারতের শীর্ষ আদালত। মাদ্রাজ হাইকোর্টের রায়কে সমর্থন জানিয়ে এদিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, কিছু পরিবর্তন না করে আপাতত দেশ জুড়ে গবাদিপশু বিক্রি নিষিদ্ধ করা সম্ভব হচ্ছে না। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জনমত সংগ্রহ করতে অন্তত তিন মাস সময় লাগবে।

    প্রসঙ্গত, গত মে মাসে ভারতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, কসাইখানায় জবাইয়ের জন্য পশুবাজারে গরু সহ কোন গবাদি পশু এখন থেকে কেনাবেচার জন্য নিয়ে আসা যাবে না। এমন কোনও জন্তু-জানোয়ারকে বাজারে নিয়ে আসতে হলে তার মালিককে এই মর্মে লিখিত ভাবে জানাতে হবে যে, সেটি কসাইখানায় জবাই করতে বিক্রির জন্য নিয়ে আসা হয়নি। পাশাপাশি আরও বলা হয়, ক্রেতা-বিক্রেতার কাছ থেকে লিখিত হলফনামা নেওয়া হবে যে, সেটি বিক্রি করা হচ্ছে কেবলমাত্র কৃষিকাজের জন্য।

    এ নিয়ে প্রবল অসন্তোষ তৈরি হয় নানা মহলে। ব্যাপক বিক্ষোভ দেখান তামিলনাড়ু, কেরালা ও কর্ণাটকের বাসিন্দারা। উত্তর-পূর্বেও বিক্ষোভের মুখে পড়ে বিজেপি। মাদ্রাজ হাইকোর্ট কেন্দ্রের বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ দেয়।

    আজ ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে, মাদ্রাজ হাইকোর্টের স্থগিতাদেশটি তিন মাসের জন্য বহাল থাকছে, তা সারা দেশে প্রযোজ্য হবে।

    সুপ্রিম কোর্টে একটি আবেদনে জানানো হয় যে, এই নির্দেশিকা অসাংবিধানিক। এতে লক্ষ লক্ষ মানুষের জীবিকা প্রশ্নের মুখে পড়বে।

     

    0 comments:

    Post a Comment