Friday, July 21, 2017

Tagged Under: , , , , , , , , , ,

দেশি মাছ

  • Share The Gag
  • দেশি মাছ



     

     

     

    বাংলাদেশের মাছের তালিকা












    তেলোটাকি, বাংলাদেশের একটি সংরক্ষিত মাছ



    বাংলাদেশের সীমানার ভেতরে চার শত প্রজাতির অধিক মাছ পাওয়া যায়। মাছের দিক দিয়ে বাংলাদেশ খুব সমৃদ্ধ। মাছ উৎপাদনেও বাংলাদেশ সামনের কাতারে অবস্থান করছে। মাছে ভাতে বাঙ্গালী তাই নদী মাতৃক বাংলাদেশের চিরাচরিত প্রবাদ। প্রায় চার শতের অধিক নদী, অসংখ্য খাল, বিল, হাওর, বাওর, ডোবা, নালার বাংলাদেশে পাওয়া যায় নানা রং ও স্বাদের মাছ। আকার আকৃতিতে ও এরা যেমন বিচিত্র, নামগুলোও তেমনি নান্দনিক। বৌরাণী, গুলশা, তপসে, চিতল, কাকিলা, কই, শিং, পাবদা আরও কত কি!

    বাংলাদেশে ২৬০ প্রজাতির স্বাদুপানির (মোহনাজলসহ) এবং ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ দেখতে পাওয়া যায়। এছাড়াও ১২-এর অধিক প্রজাতির চাষকৃত বিদেশী মাছ চাষের জলাশয়ে এবং ৭০-এর অধিক জাতের বিদেশী বাহারী মাছ এ্যাকুয়ারিয়ামে পাওয়া যায়। আইইউসিএন (২০০৩) এর তথ্যানুসারে বাংলাদেশে স্বাদুপানির ৫৪ প্রজাতির মাছ হুমকির সম্মুখীন। এর মধ্যে ১২ প্রজাতির মাছ ভয়ঙ্কর বিপদাপন্ন এবং ২৮ প্রজাতির মাছ বিপদাপন্ন হিসেবে চিহ্নিত।

    মৎস্য অধিদপ্তর (২০০৯) এর তথ্যানুসারে বাংলাদেশে জনপ্রতি বাৎসারিক মাছ গ্রহণের পরিমাণ ১৭.২৩ কেজি, মাছের বাৎসরিক চাহিদা ২৫.৯০ লক্ষ মেট্রিক টন, জনপ্রতি মাছের বাৎসরিক চাহিদা ১৮ কেজি, প্রলিজ আমিষ সরবরাহে অবদান ৫৮ শতাংশ। বাংলাদেশে মাছের মোট উৎপাদন ২৫ লক্ষ ৬৩ হাজার ২৯৬ মেট্রিক টন। যার মধ্যে অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় (আহরিত) থেকে আসে ১০,৬০,১৮১ মেট্রিক টন, অভ্যন্তরীণ বদ্ধ জলাশয় (চাষকৃত) থেকে আসে ১০,০৫,৫৪২ মেট্রিক টন এবং সমুদ্র থেকে আসে ৪,৯৭,৫৭৩ মেট্রিক টন।





     

     

     

     

     

     




    বাংলাদেশের সংরক্ষিত মাছ



    বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল ১ অনুযায়ী ২৫টি প্রজাতি এবং তফসিল ২ অনুযায়ী ২৭টি প্রজাতির, মোট ৫২ প্রজাতির মাছকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আইন অনুসারে এই ৫২ প্রজাতির মাছ শিকার, বিক্রয় ও বিপণন বাংলাদেশের আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত।

    বাংলাদেশের স্বাদুপানির মাছ



    বাংলাদেশে স্বাদু পানির মৎস্য প্রজাতিসমূহের বিজ্ঞানভিত্তিক গবেষণা শুরু হয় ১৮২২ সালে। ২০০৫ সালে এ. কে. আতাউর রহমান বাংলাদেশের স্বাদুপানির মাছকে ৫৫টি পরিবারের অধীনে ১৫৪ গণের ২৬৫টি প্রজাতিকে তালিকাভুক্ত করেছিলেন যার ভেতরে কয়েক প্রজাতির সামুদ্রিক মাছও ছিলো। সর্বশেষ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ-এর ২৩ নং খণ্ডে ১৭টি বর্গের অধীন ৬১টি পরিবারের ২৫১টি প্রজাতিকে স্বাদুপানির মাছ হিসেবে উল্লেখ করা হয়েছে।





     

     

     

     

     




    বাংলাদেশের মাছ
























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































    বাংলা নামঅবস্থাসাধারণ ইংরেজি নামবৈজ্ঞানিক নামছবি
    আইড়/আরটামিম/আড়স্থানীয়Long-whiskered catfishSperata aorSperata aor known as Aar Fish in Bengali.jpg
    Alongএলংস্থানীয়Bengal BarbMegarasbora elanga
    Angrot/Kharsaএংরটস্থানীয়AngrotLabeo angra
    জেব্রা আঞ্জুস্থানীয়ZebrafishDanio rerioZebrafisch.jpg
    NOORআরওয়ারিস্থানীয়Menoda catfishHemibagrus menoda
    NRMOবাগাইর/বাঘাইরস্থানীয়Dwarf goonchBagarius bagariusBagarius yarrelli.jpg
    Bai-laবাইলাস্থানীয়Awaous guamensis
    Baimবাইমস্থানীয়Zig-zag eel/Tire track eelMastacembelus armatus
    Boitkaবইটকাস্থানীয়Labeo pangusia
    Bhetkiভেটকীস্থানীয়BarramundiLates calcarifer
    Balichuraবালিচুরাস্থানীয়Balitora minnowPsilorhynchus balitora
    BalichuraবালিচুরাendemicRainbow minnowPsilorhynchus gracilis
    Bamushবামুশস্থানীয়Bengal eelOphisternon bengalense
    Bane-haraবানেহারাস্থানীয়Indian mottled eelAnguilla bengalensis bengalensisAnguilla bengalensis bengalensis.jpg
    বাঁশপাতা/দেবারিস্থানীয়Sind danioDevario devario
    Bansh-pata/Batiবাঁশপাতা/বাটাস্থানীয়Broad-mouthed mullet/Large-scaled mulletParamugil parmatus
    Baraliবারালি / বোরালিস্থানীয়Barred barilBarilius barilaBarilius barila Fish Borali in Bengali.jpg
    Baril/Joiyaবারিল/জইয়াস্থানীয়Hamilton's barilaBarilius bendelisis
    Bata/Bangnaবাটা/বাংনাস্থানীয়RebaLabeo ariza
    Bataবাটাস্থানীয়B a t aLabeo bata
    Batasiবাতাসিস্থানীয়Indian potasiNeotropius atherinoides
    Bechiবেচিস্থানীয়Whitespot/Blue panchaxAplocheilus panchax
    Beleবেলেস্থানীয়Scribbled gobyAwaous grammepomus
    Bhadi putiভাদি পুঁটিস্থানীয়Pool barbPuntius sophore
    Bhanganভাঙন/ভাঙ্গনস্থানীয়Boga labeoLabeo boga
    Bholভোলস্থানীয়Trout barbRaiamas bola
    Kuli/Bhut beleকুলি/ভূত বেলেস্থানীয়Dusky sleeperEleotris fusca
    Bilchuriবিলচুরিস্থানীয়Mottled loachAcanthocobitis botia
    Boalবোয়ালস্থানীয়WallagoWallago attuWallago attu 1.jpg
    Borguniবোরগুনিস্থানীয়Jarbua teraponTerapon jarbua
    Bou/Raniবৌমাছ/রানিস্থানীয়Bengal loachBotia dario
    Bou machবৌমাছ/রানিquestionableHora loachBotia dayi
    Murariমুরারিস্থানীয়CarpletAspidoparia morar
    Magor/Shingমাগুর/শিঙি মাছস্থানীয়Indian torrent catfishAmblyceps mangois
    Gong Tengraগং টেংরাস্থানীয়Gagata gagata
    Magor/Shingমাগুর/শিঙি মাছস্থানীয়Gagata youssoufi
    Chondon Ilishচন্দনা/চন্দন ইলিশস্থানীয়Toli shadTenualosa toli
    Chapilaচাপিলাস্থানীয়Ganges River Gizzard ShadGonialosa manmina
    Chapilaচাপিলাস্থানীয়Indian River ShadGudusia chapra
    Chebliচেবলিস্থানীয়Giant DanioDevario aequipinnatus
    Chekaচেকাস্থানীয়Squarehead CatfishChaca chaca
    ChelaচেলাquestionableSilver razorbelly minnowSalmostoma acinaces
    Chep chela/Laubuchaচেপ চেলা/লাউবুচাস্থানীয়Indian Glass BarbChela laubuca
    Chewaচেওয়াস্থানীয়Pseudapocryptes elongatus
    Chitolচিতল/ চেতলস্থানীয়Clown KnifefishChitala chitalaChitala chitala Thomas.jpg
    Foli/Chitolফলিস্থানীয়Bronze featherbackNotopterus notopterus
    Chunaচুনোস্থানীয়Honey gouramiTrichogaster chunaColisasota male.jpg
    Chunobeleচুনোবেলেস্থানীয়Gobiopterus chuno
    Common carpকমন কার্পintroducedCommon carpCyprinus carpio carpioCommon carp.jpg
    Dahukডাহুকস্থানীয়Boddart's goggle-eyed gobyBoleophthalmus boddarti
    Dahukডাহুকস্থানীয়Walking gobyScartelaos histophorus
    Dari (fish)ডারিস্থানীয়Schistura scaturigina
    Darkinaদারকিনাস্থানীয়Flying barbEsomus danricus
    Darkinaদারকিনাস্থানীয়Slender rasboraRasbora daniconiusRasboraDanicorniusBeavan.png
    Darkinaদারকিনাস্থানীয়Gangetic scissortail rasboraRasbora rasbora
    Dhal magorঢাল মাগুরস্থানীয়Glyptothorax telchitta
    Ek thoutaএক থৌতাquestionableWrestling halfbeakDermogenys pusilla
    Gechuaগেছুয়াস্থানীয়Channa gachuaChanna gachua after munro 1955.jpg
    Gechuaগেছুয়াস্থানীয়Walking snakeheadChanna orientalis
    Gaglaগাগলাস্থানীয়Gagora catfishArius gagora
    Gong magorগং মাগুরস্থানীয়Gray eel-catfishPlotosus canius
    Gong tengraগাঙ টেংরাস্থানীয়Gagata cenia
    Gong tengraগাঙ টেংরাস্থানীয়Gogangra viridescens
    Gong tengraগাঙ টেংরাস্থানীয়Nangra nangra
    Kabashi Tengraগুলসা/গুলসা-টেংরা/কাবাশি টেংরাস্থানীয়Gangetic mystusMystus cavasius
    Ghor poi-yaঘর পোয়াস্থানীয়Sucker headGarra gotyla gotyla
    Ghoniaঘনিয়াস্থানীয়Boggut labeoLabeo boggut
    Ghor poaঘর পোয়াintroducedGarra annandalei
    Ghora chelaঘোড়া চেলাস্থানীয়Securicula gora
    Ghora machঘোড়া মাছস্থানীয়Labeo dyocheilus
    Gilipuntiগিলি পুঁটিস্থানীয়Golden barbPuntius gelius
    Gobi (fish)বেলেস্থানীয়Apocryptes bato
    Goti poaগোটি পোয়াস্থানীয়Largescale archerfishToxotes chatareus
    Gozarগজারস্থানীয়Great snakeheadChanna maruliusGozar.jpg
    Grass carpগ্রাস কার্পintroducedGrass carpCtenopharyngodon idellaGrass-Carp1web.jpg
    Gura tengraগুরা টেঙ্গরাস্থানীয়Chandramara chandramara
    Gutumগুতুমস্থানীয়Annandale loachLepidocephalichthys annandalei
    Gutumগুতুমস্থানীয়Guntea loachLepidocephalichthys gunteaLepidocephalichthysGuntea.png
    Hatchetfishস্থানীয়Chela cachius
    IlishElish ইলিশস্থানীয়Hilsa shadTenualosa ilishaIlish.JPG
    Jayaজয়াস্থানীয়JayaAspidoparia jaya
    Kechhkiকাচকিস্থানীয়Ganges river spratCorica soborna
    Kechhkiকাচকিস্থানীয়Yellowtail mulletSicamugil cascasia
    Kajuliকাজুলিস্থানীয়Gangetic ailiaAilia coila
    Kajuliকাজুলিস্থানীয়Jamuna ailiaAiliichthys punctata
    Kakilaকাকিলাস্থানীয়Freshwater garfishXenentodon cancilaXenentodon cancila.jpg
    Kalibausকালিবাউস/ কালবোশস্থানীয়Orange-fin labeoLabeo calbasuLabeoCalbasuDay.jpg
    Kachon puntiকাচোন পুঁটিস্থানীয়Rosy barbPuntius conchoniusRosy barb.jpg
    Kani pabdaকানি পাবদাস্থানীয়Butter catfishOmpok bimaculatusOmpok bimaculatus Day.jpg
    Kani tengraকানি টেংরাস্থানীয়Glyptothorax cavia
    Kani tengraকানি টেংরাস্থানীয়Painted catfishPseudolaguvia ribeiroi
    Kani tengraকানি টেংরাস্থানীয়Pseudolaguvia shawi
    Karati hangarকরাতি হাঙরস্থানীয়Knifetooth sawfishAnoxypristis cuspidata
    Kathal pataকাঁঠাল পাতাস্থানীয়Pan soleBrachirus pan
    Katolকাতলাস্থানীয়CatlaCatla catlaCatla catla.JPG
    Keti (fish)কেটিস্থানীয়Osteobrama cotio cotio
    Khailshaখৌলশা/ খলশেস্থানীয়Banded gouramiColisa fasciata
    Goroy গরইস্থানীয়Banded gouramiColisa fasciata
    Khaksaখাকসাস্থানীয়Barilius barna
    Kharuখারুস্থানীয়Rice-paddy eelPisodonophis boro
    Khorsulaখোরসুলাস্থানীয়CorsulaRhinomugil corsula
    Climbing Perchকৈস্থানীয়Climbing perchAnabas testudineusAnabas testudineus.png
    Koirkaকৈরকাস্থানীয়Schistura corica
    Koitorকোইটুরস্থানীয়Coitor croakerJohnius coitor
    Koksaককসাস্থানীয়Barilius shacra
    Kosuatiকোসুয়াটিস্থানীয়Oreichthys cosuatis
    Kuchiaকুঁচে, কুচিয়া, কুইচ্চাস্থানীয়Swamp eelMonopterus cuchia
    Kuli (fish)কুলিস্থানীয়Duckbill sleeperButis butis
    Kumirer khilকুমিরের খিলস্থানীয়Deocata pipefishMicrophis deocata
    Kursha (fish)কুরসাস্থানীয়KalabansSinilabeo dero
    Kuta kantiকুটি কানটিস্থানীয়Conta catfishErethistes pusillus
    Kutakantiকুটি কানটিস্থানীয়
    Lal kholishaলাল খোলিশা/ খলশেস্থানীয়Dwarf gouramiColisa lalia
    Lomba chandaলম্বা চাঁদাস্থানীয়Elongate glass-perchletChanda nama
    Modhu pabdaমধু পাবদাস্থানীয়Pabdah catfishOmpok pabda
    MagurমাগুরintroducedAfrican catfish / North African catfishClarias gariepinusClarias batrachus.jpg
    Minor carpস্থানীয়Crossocheilus latius
    Mola puntiমলা পুঁটিস্থানীয়Glass-barbPuntius guganio
    Molaমলাস্থানীয়Mola CarpletAmblypharyngodon microlepis
    Mrigolমৃগেলস্থানীয়MrigalCirrhinus cirrhosus
    Muri bachaমুরি বাচাস্থানীয়Eutropiichthys murius
    Muribachaমুরিবাচাস্থানীয়Garua BachchaClupisoma garua
    Nandilনানডিলস্থানীয়Labeo nandina
    Napte koiনাপতে কইস্থানীয়BadisBadis badis
    Neftaniনেফটেনিস্থানীয়Frail gouramiCtenops nobilis
    NiloticaনিলোটিকাintroducedNile tilapiaOreochromis niloticus niloticus
    Nur Purনদয়স্থানীয়Gangetic leaffishNandus nandus
    Nuna baillaনুনা বেলেস্থানীয়Brachygobius nunus
    Nuna-tengraনুনা টেংরাস্থানীয়Long whiskers catfishMystus gulio
    Olive danioস্থানীয়Danio dangila
    Pabda catfishপাবদাস্থানীয়Pabo catfishOmpok pabo
    Pangaপাঙ্গাস্থানীয়Java loachPangio oblonga
    Pangasপাঙ্গাস / পাঙাশস্থানীয়Yellowtail catfishPangasius pangasiusPla sawai89.jpg
    Pankal baimপনকাল বাইম / পাঁকাল বামস্থানীয়Barred spiny eelMacrognathus pancalus
    Pathar chataপাথর চাটাস্থানীয়Barilius tileo
    Phasa (fish)ফাশা/ ফ্যাঁসাquestionableGangetic hairfin anchovySetipinna phasa
    Phopa chandaফোপা চান্দা/ ফোঁপা চাঁদাস্থানীয়Himalayan glassy perchletPseudambassis baculis
    Phutani puntiফুটনি পুঁটিস্থানীয়Spottedsail barbPuntius phutunio
    Poa (fish)পোয়াস্থানীয়Pama croakerOtolithoides pama
    Potkaপটকাস্থানীয়Green pufferfishTetraodon fluviatilis
    Pug-headed mud skipperবেলেস্থানীয়Giant mudskipperPeriophthalmodon schlosseri
    Puiyaপুয়াস্থানীয়Burmese loachLepidocephalichthys berdmorei
    Punti (fish)পুঁটিস্থানীয়Swamp barbPuntius chola
    Punti (fish)পুঁটিস্থানীয়Puntio barbPuntius puntio
    Putitor mohashoulমহাশোলস্থানীয়Golden mahseerTor putitoraMahasher.JPG
    Mohashoulমহাশোলস্থানীয়Tor Tor
    Rajputiরাজ পুঁটিintroducedJava barbBarbonymus gonionotus
    Ranga chandaরাঙ্গা চান্দা / রাঙা চাঁদাস্থানীয়Indian glassy fishParambassis ranga
    Rata bouraরাটা বউরাস্থানীয়Purple spaghetti-eelMoringua raitaborua
    Rita (fish)রিটাস্থানীয়RitaRita rita
    River catfishস্থানীয়Eutropiichthys vacha
    Rotten filthy fish sticksস্থানীয়Eutropiichthys vacha
    Ruiরুইস্থানীয়RuhiLabeo rohitaLabeo rohita.JPG
    Sapla pataশাপলা পাটাস্থানীয়Pale-edged stingrayDasyatis zugei
    Savon khorkaশভন খোরকাস্থানীয়Schistura savona
    Shada ghoniaসাদা ঘনিয়াস্থানীয়Kuria labeoLabeo gonius
    Shankhachiiশানকাচিস্থানীয়Banded eagle rayAetomylaeus nichofii
    Shillong (fish)শিলঙ্গস্থানীয়Silond catfishSilonia silondia
    Shingiশিঙ্গঘি / শিঙিস্থানীয়Stinging catfishHeteropneustes fossilis
    Shoulশৌল / শোলস্থানীয়Snakehead murrelChanna striata
    Shorpuntiসরপুঁটিস্থানীয়Olive barbPuntius saranaPuntius sarana.jpg
    Silver carpসিলভার কার্পintroducedSilver carpHypophthalmichthys molitrixHypophthalmichthys molitrix adult.jpg
    Snake eelকুইচাস্থানীয়Longfin snake-eelPisodonophis cancrivorus
    Striped dwarf catfishস্থানীয়Mystus tengara
    SongkorSea
    SuncushশুনকুশquestionableDwarf whiprayHimantura walga
    Taki (fish)টাকিস্থানীয়Spotted snakeheadChanna punctata
    Tapseতপসে/ তপস্বীস্থানীয়Mango Fish / CichlidSarotherodon melanotheron heudelotii
    Tara baimতারা বাইমস্থানীয়Lesser spiny eelMacrognathus aculeatus
    Tengraটেংরাস্থানীয়Batasio batasio, Mystus tengara
    Tepaট্যাঁপাস্থানীয়Ocellated pufferfishTetraodon cutcutia
    Teri puntiটেরা পুঁনটিস্থানীয়Onespot barbPuntius terio
    Tiasholটিয়াশোলস্থানীয়Barca snakeheadChanna barca
    Tilapiaতেলাপিয়াintroducedMozambique tilapiaOreochromis mossambicusFresh tilapia.jpg
    Tit puntiস্থানীয়Ticto barbPuntius ticto
    Titariটাটারিস্থানীয়River stone carpPsilorhynchus sucatio
    Topse Machস্থানীয়Topse mach
    Tor mahseerমহাশিরস্থানীয়Tor mahseerTor tor
    Utiiউটিস্থানীয়ChaguniChagunius chagunio


    হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ

    .


    দেশি প্রজাতির বিভিন্ন মাছ (ছবি- সংগৃহীত)

    জলবায়ুর পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, অসচেতনতা, অবাধে লবণ পানি তুলে বাগদা চিংড়ি চাষ, ফসলের ক্ষেতে কীটনাশক ও রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার এবং মিঠাপানির অভাবে মৎস্য খনি হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলে দেশি প্রজাতির মাছ হারিয়ে যেতে বসেছে। মিঠাপানির সুস্বাদু মাছ এখন আর তেমন মিলছে না। দেশি মাছের বদলে এখন বাজারে জায়গা দখল করেছে চাষ করা পাঙ্গাস, তেলাপিয়া, ক্রস ও কার্প জাতীয় মাছ।


    খোঁজ নিয়ে জানা গেছে, কৃষি ও চাষাবাদ ব্যবস্থা পরিবর্তনের সঙ্গে সঙ্গে উজাড় হয়ে যাচ্ছে দেশি প্রজাতির কৈ, মাগুর, শিং, পাবদা, টেংরা, পুঁটি, ডারকা, মলা, ঢেলা, চেলা, শাল চোপরা, শৌল, বোয়াল, আইড়, ভ্যাদা, বুড়াল, বাইম, খলিসা, ফলি, চিংড়ি, মালান্দা, খরকাটি, গজার, শবেদা, চেং, টাকি, চিতল, গতা, পোয়া, বালিয়া, উপর চকুয়া, কাকিলাসহ প্রায় আড়াইশ প্রজাতির মিঠা পানির মাছ। গ্রামে একসময় পৌষ-মাঘ মাসে পুকুর, খাল, ডোবা, ঘেরের পানি কমতে থাকলে দেশি মাছ ধরার ধুম পড়তো। অথচ এখন অনেক গ্রামেই দেশি প্রজাতির মাছ নেই বললেই চলে। শীতকালের বাইরে বর্ষাকালে ধানের জমিতে কইয়া জাল, বড়শি ও চাই পেতে মাছ ধরার রীতিও হারিয়ে গেছে অনেক এলাকা থেকে। যারা একসময় পুকুর, খাল-বিল, ডোবা, নালায় মাছ ধরে পরিবারের চাহিদা পূরণ করতেন, তাদের অনেকেই এখন বাজার থেকে মাছ কিনে খেতে বাধ্য হচ্ছেন।


    মৎস্য অধিদফতর সূত্রও বলছে, দুই দশক আগে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় আড়াইশ প্রজাতির মিঠাপানির মাছ পাওয়া যেত। এখন এগুলো বিলুপ্তির পথে।


    রাজধানীর শান্তিনগর বাজারের মাছ ব্যবসায়ী আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৫-১৬ বছর আগেও মাছ কিনে খাওয়ার তেমন রেওয়াজ ছিল না আমার এলাকায়। কেনার মধ্যে শুধু ইলিশ মাছ কেনার কথাই মনে পড়ে। মাছের প্রয়োজন হলে সবাই বাড়ির সামনে খালে বা নদীতে চলে যেত। খালে, পুকুরে তখন এত মাছ ছিল যে, কেউ খালি হাতে নেমেও হাতিয়ে মাছ ধরতে পারতো।’


    এ প্রসঙ্গে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৎস্য খামারি সালাউদ্দিন মুফতি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘বাড়িতে দু’টি পুকুর আছে। জন্মের পর থেকেই এই পুকুর দু’টি দেখছি। ২০ বছর আগেও পুকুর থেকে সারাবছর বাড়ির সবাই মাছ ধরত। শীতের মৌসুমে পুকুর ‘আউড়ান’ (অনেক মানুষ একসঙ্গে পুকুরে নেমে পানি ঘোলা করা, যেন ঘোলা পানি খেয়ে মাছ দুর্বল হয়ে ওপরে ভেসে উঠে এবং সহজে সেগুলো ধরা যায়) হতো। এরপর জাল, ডালা, খুচন নিয়ে মাছ ধরতে নেমে যেত ছোট-বড় সবাই। কেউ কেউ হাতিয়ে মাছ ধরত। শোল, গজার, টাকি, চিংড়ি, শিং, কই, টেংরা, পাবদা, ফলিসহ বিভিন্ন জাতের মাছ ধরা পড়ত। তবে এখন ওই দুই পুকুরে চেলা, পুঁটি, বেলে ছাড়া কোনও মাছ নেই।’


    পিরোজপুরের নাজিরপুরের কলার দোয়ানিয়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আসলাম মিয়া বাংলা ট্রিবিউনকে মোবাইল ফোনে বলেন, ‘স্থানীয় কলার দোয়ানিয়া বাজারেও হাটের দিন দেশি প্রজাতির অনেক মাছ উঠত। এখন আর সেসব মাছ ওঠে না। বাজার ভরা থাকে চাষের পাঙ্গাস আর তেলাপিয়ায়। মাঝে-মধ্যে সিজনে জাটকাও ওঠে।’ দেশি মাছ কমে যাওয়ার কারণ হিসেবে তিনি ইরি ধান ও অন্যান্য সবজিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারকে দায়ী করেন।


    সংশ্লিষ্ট দফতরগুলোতে যোগাযোগ করে জানা গেছে, দেশি প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে ১৪টি কারণে। এই কারণগুলো হলো- জলবায়ুর প্রভাব, প্রাকৃতিক বিপর্যয়, কারেন্ট জালের অবৈধ ব্যবহার, ফসলি জমিতে অপরিকল্পিত কীটনাশক ব্যবহার, জলাশয় দূষণ, নদ-নদীর নব্যতা হ্রাস, উজানে বাঁধ নির্মাণ, নদী সংশ্লিষ্ট খাল-বিলের গভীরতা কমে যাওয়া, ডোবা ও জলাশয় ভরাট করা, মা মাছের আবাসস্থলের অভাব, ডিম ছাড়ার আগেই মা মাছ ধরে ফেলা, ডোবা-নালা পুকুর ছেঁকে মাছ ধরা, বিদেশি রাক্ষুসে মাছের চাষ করা ও মাছের প্রজননে ব্যাঘাত ঘটানো।


    চলতি বছরের মার্চ মাসে নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় হাওর এলাকায় বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছিল। সংশ্লিষ্ট জেলার মৎস্য কর্মকর্তারা বলছেন, ধান পঁচে হাওরের পানিতে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে অক্সিজেন কমে যাওয়ার কারণেই মাছ মরে গেছে। তবে হাওর বিশেষজ্ঞরা বলছেন, উদ্ভিদ পঁচে অ্যামোনিয়া তৈরি হয় না। অন্য কোনও কারণ আছে। সেগুলোকে খুঁজে বের করতে খুব দ্রুত বৈজ্ঞানিক গবেষণা করতে হবে বলা হলেও তা এখনও করা হয়নি। গবেষণার পরিকল্পনাও জেলা পর্যায়ের কর্মকর্তাদের নেই।


    এ প্রসঙ্গে মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। কেন্দ্রীয়ভাবে আমরা বিষয়টি গভীরভাবে মনিটর করছি। বিভিন্ন কারণেই দেশি প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে না। যে মাছগুলো হারিয়ে যাচ্ছে বলে বলা হচ্ছে, সেগুলোর মধ্যে অনেক প্রজাতির মাছ রক্ষা করতে গবেষণা চলছে। পাবদা, টেংরা, বোয়াল, আইড় মাছের চাষ হচ্ছে। পাঙ্গাসের চাষ হচ্ছে আগে থেকেই। কৈ মাছেরও চাষ হচ্ছে। আরও গবেষণা হবে। দেশি প্রজাতির মাছ রক্ষায় মৎস্য অধিদফতর প্রতিবছরই মৎস্য মেলার আয়োজন করে। একই কর্মসূচি জেলা, উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়া হয়েছে।’


    মৎস্য বিজ্ঞানীদের মতে, কয়েক দশক আগেও এ অঞ্চলে আড়াইশ প্রজাতির মিঠাপানির মাছ ছিল। মনুষ্যসৃষ্ট বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতায় এসব মাছের অনেক প্রজাতি এখন আর চোখে পড়ে না। বর্ষা মৌসুমে নদী, খাল, বিল থেকে কারেন্ট জাল দিয়ে ব্যাপক হারে ডিমওয়ালা মাছ ধরার কারণে দেশি মিঠা পানির মাছের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে।


    পিরোজপুরের কয়েকজন প্রবীণ জানান, একসময় এলাকার বলেশ্বর, সন্ধ্যা ও পায়রা নদীতে ২ কেজি ওজনের ইলিশ পাওয়া যেত। পাওয়া যেত ৫ থেকে ৬ কেজি ওজনের বোয়াল ও আইড় মাছ। এমন কোনও মাছ ছিল না যা এ অঞ্চলের বিলে পাওয়া যেত না। এলাকার নলামারা বিলে তারা জাল দিয়ে ১২ কেজি ওজনের কালবাউশ মাছ ধরেছেন। বেলে, ডগরা, কাজলি, ভাঙ্গান, ভোলা প্রভৃতি মাছ তারা খাওয়ার অযোগ্য মনে করে ধরার পর ফেলে দিতেন। এখন আর সেদিন নেই বলে জানান তারা।


    দেশি প্রজাতির মাছের হারিয়ে যাওয়া প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভিন্ন কারণেই দেশি প্রজাতির মাছ হারিয়ে গেছে। এর মধ্যে প্রকৃতিক বিপর্যয়ের সঙ্গে মানুষের সচেতনতার অভাবও রয়েছে। হারিয়ে যাওয়া দেশি মাছ রক্ষায় এখন ব্যাপক গবেষণার প্রয়োজন রয়েছে; যেভাবে এখন পাবদা, টেংরা, বোয়াল, আইড়, পাঙ্গাস ও কৈ মাছের চাষ হচ্ছে।’


    এ প্রসঙ্গে জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমান সরকারের যথাযথ উদ্যোগে ২০১৬-১৭ অর্থবছরে ৬৮ হাজার ৩০৫ মেট্রিক টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রফতানির মাধ্যমে ৪ হাজার ২৮৭ কোটি টাকা আয় হয়েছে। ২০০৮-০৯ অর্থবছরে দেশে মাছের উৎপাদন ছিল ২৭ লাখ ৪১ হাজার মেট্রিক টন। মৎস্যবান্ধব সরকারের উন্নয়নমুখী উদ্যোগ ও সেবার কারণেই মৎস্য উৎপাদনের পরিমাণ ব্যাপক হারে বেড়েছে।’




    0 comments:

    Post a Comment