Monday, April 25, 2016

Tagged Under: , , ,

বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন এর নতুন সভাপতি ও মহাসচিব নির্বাচিত

  • Share The Gag
  • রুমান হাফিজ ও কৃষিবিদ মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন এর সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন।

     

    বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা গত ২১ এপ্রিল ২০১৬ইং তারিখে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট এর কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান নবনির্বাচিত ১২ সদস্য বিশিষ্ট কার্য-নির্বাহী পরিষদের নাম ঘোষণা করেন।

    সভাপতি-জনাব রুমান হাফিজ, সেতু কর্পোরেশন লিমিটেড, সহ-সভাপতি-জনাব মোঃ সাদিকুল ইসলাম, সারা কেমিক্যালস্ লিমিটেড, মহাসচিব-কৃষিবিদ মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ, এসাইন ক্রপ কেয়ার লিমিটেড, যুগ্ম মহাসচিব-কৃষিবিদ এম. মারুফুজ্জামান টুটুল, গুড়পুকুর কর্পোরেশন, সাংগঠনিক সম্পাদক-জনাব মোঃ আব্দুল আলীম, পদ্মা এগ্রো স্প্রেয়ারর্স কোং, প্রচার সম্পাদক-জনাব এম. নাসির উদ্দিন আহমেদ, মার্শাল এগ্রোভেট কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, ট্রেজারার-জনাব পংকজ গিলবার্ট কোষ্টা, স্যাম্প লিমিটেড, কার্য-নির্বাহী সদস্যবৃন্দ- জনাব কাজী লুৎফর রহমান, ম্যাকডোনাল্ড ক্রপ কেয়ার লিমিটেড, কৃষিবিদ মাহবুব রহমান, সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড, জনাব পার্থ সারথী রায়, পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেড, জনাব মোঃ আইয়ুব আলী, পারটেক্স এগ্রো লিমিটেড এবং কৃষিবিদ মোঃ শামসুল আলম আকন্দ, ক্লীন এগ্রো ।

    নব-নির্বাচিত কার্য্য-নির্বাহী পরিষদের সদস্যরা বালাইনাশক শিল্পের মূল লক্ষ্য-শস্য সুরক্ষা সুনিশ্চিতকরনের মাধ্যমে বাংলাদেশে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য রক্ষার্থে বলিষ্ঠ ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

    0 comments:

    Post a Comment