Friday, April 15, 2016

Tagged Under: , , , ,

এইবার একই জমিতে চার ফসল!

  • Share The Gag
  • ভোলার দৌলতখান উপজেলার ১৫ জন কৃষক এক জমিতে বছরে চার ফসল উৎপাদন করে ব্যাপক সাফল্য পাওয়ায় অন্য কৃষকদের মাঝে তা ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের তত্ত্বাবধানে চার ফসলভিত্তিক ফসল বিন্যাস উদ্ভাবন কর্মসূচির আওতায় এ কার্যক্রম চলছে।

    বর্তমানে ভোলাসহ দেশের ১৫ টি জেলা এ কর্মসূচির আওতায় আনা হয়েছে।

    দৌলতখান উপজেলার কৃষক মো. আলাউদ্দিন, মো. হারুন, আনোয়ার হোসেন, শাহজাহান সরকার, মো. চুন্নু মিয়া জানান, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের বিজ্ঞানীদের পরামর্শে এক জমিতে বছরে চার ফসল আউশ, আমন,সরিষা ও মুগ চাষ করে তারা ব্যাপক সাফল্য পেয়েছেন।

    0 comments:

    Post a Comment