Friday, June 2, 2017

Tagged Under: , , ,

মৎস্য ও প্রাণিসম্পদে বরাদ্দ ১৯২৯ কোটি টাকা

  • Share The Gag
  • ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট ১ হাজার ৯২৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে উন্নয়ন খাতে ১ হাজার ১৫ কোটি টাকা এবং অনুন্নয় খাতে ৯’শ ১৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

    ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে এই বরাদ্দ (সংশোধিত) ছিল ১ হাজার ৬শ’ ৬২ কোটি টাকা।

    ১ জুন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় বলেছেন, ২০১৭-১৮ অর্থ বছরের এই বাজেটে ঘোষিত বাজেটের আওতায় বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

    এ সব প্রকল্পের মধ্যে রয়েছে- বাংলাদেশ মেরিন ফিসারিজ ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্প ; গোপালগঞ্জ, সিরাজগঞ্জ কিশোরগঞ্জ জেলায় মৎস্য ডিপ্লোমা ইনুস্টটিউট স্থাপন প্রকল্প ; মানসম্মত মৎস্যবীজ ও পোনা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য স্থাপনা পুনর্বাসন ও উন্নয়ন প্রকল্প ; রংপুর বিভাগে মৎস্য উন্নয়ন প্রকল্প, ব্রুড ব্যাংক স্থাপন প্রকল্প প্রভৃতি উল্লেখযোগ্য।

    সোর্স- (বাসস)

    0 comments:

    Post a Comment