Wednesday, May 3, 2017

Tagged Under: , , , , ,

ভুট্টার উঁড়চুঙ্গা পোকা

  • Share The Gag
  • ভুট্টার উঁড়চুঙ্গা পোকা

    পোকা আক্রমণের লক্ষণঃ

    ভূট্টার উঁড়চুঙ্গা (Mole cricket) মাটির নিচে সুড়ঙ্গ করে এবং গাছের সম্পুর্ন অংশ কেটে দেয় বা অংশিক কেটে ক্ষতি করে।

    আক্রমণের পূর্বে করণীয়ঃ

    ১. উত্তমরুপে জমি চাষ দিয়ে পোকা পাখিদের খাবার সুযোগ করে দিন।
    ২. চারা লাগানোর প্রতিদিন সকালে ক্ষেত পরিদর্শন করুন এবং শুরুতেই ব্যবস্থা নিন

    আক্রমণের পর করণীয়ঃ

    ১। মাটি খুরে পোকা বের করে মেরে ফেলা ।
    ২। কেরোসিন মিশ্রিত পানি সেচ দেয়া।
    ৩। পাখি বসার জন্য ক্ষেতে ডালপালা পুতে দেয়া।
    ৪। রাতে ক্ষেতে মাঝে মাঝে আবর্জনা জড়ো করে রাখলে তার নিচে কীড়া এসে জমা হবে, সকালে সেগুলোকে মেরে ফেলা।
    ৫। অধিক আক্রমণের ক্ষেত্রে কীটনাশক ব্যবহার করা যেতে পারে । এ পোকার জন্য অনুমোদিত কীটনাশক নেই। তবে পাটের উঁড়চুঙ্গার জন্য অনুমোদিত কীটনাশক হলোঃ সাইপারমেথ্রিন গ্রুপের রিপকর্ড ১০ ইসি (এপি-৩৩৫) বিঘা প্রতি ৭৪ মিলি।

    0 comments:

    Post a Comment