Monday, March 20, 2017

Tagged Under: , , , ,

পুইশাকের পাতার দাগরোগ

  • Share The Gag
  • পুইশাকের পাতার দাগরোগ

    ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে। এ রোগে পাতায় বৈশিষ্ট্যপূর্ণ দাগ দেখা যায়।

    এর প্রতিকার হল

    ১. রোগমুক্ত বীজ ব্যবহার করা

    ২. আক্রান্ত পাতা ও ডগা অপসারণ করা।

    ৩. বীজ লাগানোর আগে প্রোভ্যাক্স প্রতি কেজি বীজের জন্য ২.৫ গ্রাম হারে মিশিয়ে বীজ শোধন করা ।

    ৪. কার্বেন্ডাজিম ১ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে ১০-১২ দিন পরপর ২ বার স্প্রে করা।

    0 comments:

    Post a Comment