Sunday, March 19, 2017

Tagged Under: , , , , , ,

ডালিমের মিলিবাগ বা ছাতরা পোকা

  • Share The Gag
  • ডালিমের মিলিবাগ বা ছাতরা পোকা

    এরা পাতা ও ডালের রস চুষে নেয় ফলে গাছ দুর্বল হয়। পোকার আক্রমনে পাতা, ফল ও ডালে সাদা সাদা তুলার মত দেখা যায়। অনেক সময় পিপড়া দেখা যায়। এর আক্রমণে অনেক সময় পাতা ঝরে যায় এবং ডাল মরে যায়।

    প্রতিকার :
    ১. আকান্ত পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করা।
    ২. গাছের গোড়ার মাটি থেকে 15-20 সেমি উপরে স্বচ্ছ পলিথিন দ্বারা মুড়ে দিতে হবে যাতে মিলিমাগ গাছে উঠতে না পারে।
    ৩. সম্ভব হলে হাত দিয়ে ডিম বা বাচ্চার গাদা সংগ্রহ করে ধ্বংস করা।
    ৪. জৈব বালাইনাশক নিমবিসিডিন (0.4%) ব্যবহার করা।
    ৫. আক্রমণ বেশী হলে প্রতিলিটার পানিতে ২ মিলি রগর বা টাফগর বা সানগর বা সুমিথিয়ন অথবা ২ গ্রাম মিপসিন বা সপসিন মিশিয়ে স্প্রে করা।

    0 comments:

    Post a Comment