Tuesday, March 29, 2016

Tagged Under: , , , , , , ,

প্রথমবারের মত আয়োজন করা হলো “বাংলাদেশ ফ্লাওয়ারস ফেস্টিভাল ২০১৬” ইং

  • Share The Gag
  • দেশে প্রথমবারের মত আয়োজন করা হলো “বাংলাদেশ ফ্লাওয়ারস ফেস্টিভাল ২০১৬” ইং

    20160329_174058

    বাংলাদেশ ফ্লাওয়ারস সোসাইটি (বিএফএস) কর্তৃক আয়োজনে  ইউ এস এইড এর আর্থিক সহযোগিতায় বাংলাদেশে প্রথমবারের মত উদযাপিত হলো হলো বাংলাদেশ ফ্লাওয়ারস ফেস্টিভাল ২০১৬ ইং। অনুষ্ঠানটির উদ্ভোদন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী বেগম মতিয়া চোধুরী -এম পি।

    20160329_175108

    আজ ২৯ মার্চ থেকে শুরু করে ৩০ মার্চ পর্যন্ত থাকবে এই ফেস্টিভাল টি। নানা আয়োজনে উদযাপিত হবে এই ফেস্টিভাল বিশেষ আকর্ষন হিসাবে আজ হচ্ছে ফ্যাশন সো। দেশে খাদ্য চাহিদার স্বয়ং সম্পূর্নতার আসার পাশাপাশি এখন দেশে কৃষিতে অন্তর্ভুক্ত করা হোক ফুল কে এমন টাই আয়োজকদের প্রস্তাবনা এছাড়াও তুলে ধরা হয় আগামীতে বাংলাদেশে ফুল চাষের ভবিষ্যৎ সম্ভাবনা। এই ফেস্টিভাল থেকেই যাত্রা শুরু করলো দেশের প্রথম ফুল বিক্রির অনলাইন শপ - deshiphool.com আর এই ওয়েবসাইটি আজকে থেকে সবার জন্য উম্মুক্ত করে দেয়া হয়েছে যে কেউ চাইলেই অনলাইনে কিনতে পাড়বে ফুল।   

    0 comments:

    Post a Comment