Wednesday, April 5, 2017

Tagged Under: , , ,

পেপের সুটি মোল্ড রোগের সমাধান

  • Share The Gag
  • পেপের সুটি মোল্ড রোগ

    এ রোগের আক্রমনে পাতায় , ফলে ও কান্ডে কাল ময়লা জমে। মিলিবাগের আক্রমন এ রোগ ডেকে আনে।

    প্রতিকার :

    মিলিবাগ দমণের জন্য - ১. আকান্ত পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করা।

    ২. গাছের গোড়ার মাটি থেকে 15-20 সেমি উপরে স্বচ্ছ পলিথিন দ্বারা মুড়ে দিতে হবে যাতে মিলিমাগ গাছে উঠতে না পারে।

    ৩. সম্ভব হলে হাত দিয়ে ডিম ব বাচ্চার গাদা সংগ্রহ করে ধ্বংস করা।

    ৪. জৈব বালাইনাশক নিমবিসিডিন (0.4%) ব্যবহার করা।

    ৫. আক্রমণ বেশী হলে প্রতিলিটার পানিতে 2 মিলি রগর টাফগর, সানগর বা সুমিথিয়ন 2 মিলি মিপসিন বা সপসিন মিশিয়ে স্প্রে করা। পেপের সুটি মোল্ড রোগের আক্রমণ খুব বেশি হলে # টিল্ট ২৫০ ইসি ১০ লি. পানিতে ৫ মি.লি. মিশিয়ে ১৫ দিন পরপর ২ বার স্প্রে করা যেতে পারে।

    0 comments:

    Post a Comment