Thursday, January 28, 2016

Tagged Under:

  • Share The Gag

  • আজকের কৃষি কি?


    আজকের কৃষি কি?
    আমাদের দেশের কৃষকেরা নানাবিধ সমস্যা আর প্রতিকুলতার মধ্য দিয়েই আমাদের জন্য কৃষিকাজ করে যাচ্ছে।সঠিক সময়ে প্রয়োজনীয় সঠিক তথ্য ও পরামর্শ না পাওয়ার কারনে ব্যহত হয় তাদের কৃষিজ ফসল। বিভিন্ন রোগবালাই এর কারনে ফসলের ক্ষতিসাধন হয়ে থাকে এছাড়াও মধ্যস্বত্বভোগীদের প্রভাবে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য থেকে বঞ্চিত হচ্ছে সকল স্তরের কৃষক। তাই যুগের এই চাহিদার ভিত্তিতে আমাদের এই “আজকের কৃষি” এর উদ্যোগ।তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে সঠিক সময়ে প্রয়োজনীয় সকল সঠিক তথ্য পৌছে দিতে আমাদের এই কৃষি ভিত্তিক উদ্যোগ।
    আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে কৃষির সকল প্রয়োজনীয় তথ্যসমূহ কোন সময়ে কি চাষাবাদ করা দরকার, ভালো বীজের যোগান এবং বীজের গুণাগুণ তুলে ধরা, মাটির স্বাস্থ্য পরীক্ষায় সহযোগিতা প্রদান, সারের সঠিক মাত্রার প্রয়োগ, ফসলের বালাই প্রতিকারের সমাধানে সহযোগিতা করা, বর্তমান সময়ে কৃষি বিষয়ে আগ্রহী উদ্যোক্তাদের উদ্যোগ গ্রহণ পরিকল্পনা, ব্যবসা কার্জ পরিচালনার সার্বিক সহযোগিতা প্রদান করা।
     লক্ষ্য  ও উদ্দেশ্য:
    ১. সমগ্র বাংলাদেশের কৃষিজ উদ্ভাবনী তথ্য সংগ্রহ করা এবং প্রকাশ করা,
    ২. কৃষিজ চাষাবাদে সহযোগিতার পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তির প্রচার প্রসার।
    ৩. কৃষি উদ্যোক্তা এবং উদ্যোগ গ্রহণেচ্ছুকদের কারিগরি সহযোগিতা করা,
    ৪. ফসলের বালাই প্রতিকারের সমাধানে সহযোগিতা করা,
    ৫. মাটির স্বাস্থ্য পরীক্ষায় সহযোগিতা প্রদান
    ৬. মাটির স্বাস্থ্য পরীক্ষায় সহযোগিতা প্রদান, সারের সঠিক মাত্রার প্রয়োগ,
    ৭. বিভিন্ন কৃষি বিষয়ক সেমিনার এবং ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান
    ৮. দেশের প্রান্তিক এবং আধুনিক কৃষকদের সমস্যার সমাধানের জন্য মোবাইল Apps এর মাধ্যে ই কৃষি সার্ভিস
    ৯. আধুনিক কৃষির সাথে সম্পৃক্তদের সদস্য করত উদ্যোক্তা তৈরি করণ এবং কাউন্সেলিং,
    ১০. ছাঁদে কৃষিকাজ ও পরামর্শ প্রদান

    ajkerkrishi.com http://www.ajkerkrishi.com/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87/%E0%A6%86%E0%A6%9C%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%BF/

    0 comments:

    Post a Comment